লোহাগড়ার ইতনায় বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
৩৩
বার পঠিত
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, শুক্রবার রাধানগর বাজারে বিকাল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১নং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পলাশ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীন হোসেন অনুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল ছাত্র নেতা এস,এম ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি,এম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, মোঃ টিপু সুলতান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ, সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল ইসলাম প্রমুখ।