মধ্যরাতে ভেঙেছে গোমতীর বাঁধ, নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম!
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
১৪
বার পঠিত
মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা: উজান থেকে আসা পানির চাপে গত মধ্যরাতে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। সেই সঙ্গে আরও কয়েক শ গ্রাম প্লাবিত হওয়া শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ভাঙনের ফলে অন্তত কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভেঙে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। বুড়বুড়িয়া উত্তর পাড়া এলাকায় প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে শুরু হয়। তা ক্রমেই বড় আকার ধারণ করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধসে যায়। নদীর পাড় ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ নিরাপদ আশ্রয় নেয় সেই বেড়িবাঁধেই। কেউ কেউ স্থানীয় স্কুল মাদ্রাসায়ও আশ্রয় নেই।
স্থানীয়দের দাবি, গত ৫০ বছরে এই এলাকার বাধ ভাঙতে দেখেননি তারা। ফলে বন্যা মোকাবিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই বিপাকে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২০০ ফুট বাঁধ ধসে গেছে। তবে বাধ ভাঙার পর স্থানীয় প্রশাসনের কাউকেই দেখা যায়নি সেখানে।