স্থানীয় সূত্রের বরাতে জানায়, হামলার নেতৃত্ব দেওয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম না বলা শর্তে একজনের দাবি হামলার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে।
এদিকে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
ঘটনার ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, থানায় কেউ না থাকায় সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে পারেননি।