কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
২৭
বার পঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই আগষ্ট (রবিবার)বিকাল সাড়ে ৫ টায় কচুয়া উপজেলা বিএনপি’র আয়োজনে সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির সদস্য শেখ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন,নবগঠিত কমিটির আহবায়ক সরদার জাহিদ, যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার,যুগ্ম আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ ও নবগঠিত উপজেলা ও ইউনিয়ন সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন সমন্বয় কমিটির আহবায়ক সরদার জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এতদিন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ কর্মীদের মধ্যে যে হতাশা ছিল এই কমিটি গঠনের মধ্য দিয়ে তা নিরসন হবে। এখন থেকে দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা তা একসাথে বাস্তবায়ন করবো।মুলত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এই কমিটি করা। আমরা সবাই দল মত নির্বিশেষে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে জানান।