ইসমাইল হোসেন হাওলাদার মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নবী হোসেন (৬৫) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হামলার আটদিন পর রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত উত্তর মিঠাখালী গ্রামের চাঁন মিয়া পাহলানের ছেলে ইলিয়াছ পাহলানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নবী হোসেন উপজেলার বড়মাছুয়া গ্রামের মৃত আফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নবী হোসেনের সাথে আপন ছোট ভাই শহিদ হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এর জেরে সরকার পরিবর্তনে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগে গত ৭ আগস্ট সকালে ছোট ভাই শহিদ ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে নবী হোসেনের ঘরে ঢুকে হামলা ও বসত ঘর ভাঙচুরসহ ঘরের মালামাল লুট করে। এতে বড় ভাই নবী গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য তাকে তার জামাতার বাসায় রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ ঘটনায় নবী হোসেন বাদী হয়ে ১৬ জনকে নামীয় আসামি করে ১১ আগস্ট থানায় মামলা দায়ের করেন। রোববার নবী হোসনের অবস্থার অবনতি হলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।মঠবাড়িয়া থানার ওসি রেজাউল করিম রাজিব বলেন, নবী হোসেনে লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় নবী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্ত করে হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। এ ঘটনায় এজাহার নামীয় ইলিয়াছ পাহলান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।