ইবিতে ডিন’স কমিটির সভায় অনুষ্ঠিত, দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করার দাবি
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
২৩
বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডীন’স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় জীব বিজ্ঞান অনুষর ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মনজুরুল হক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইটসহ কয়েকজন সহ-সমন্বয়ক সভায় অংশ নেন। তাদের সঙ্গে মতবিনিময়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত ক্লাস এবং পরীক্ষা চালু করার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেন ডীনরা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।