ইসলামি বিশ্ববিদ্যালয় ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
১২
বার পঠিত
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া : দেশব্যাপী চলমান সংস্কার কাজের অংশ হিসেবে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) বেলা ১২টায় শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়।
এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ শেষে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র সভাপতি আমিনুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘তারুণ্য’ থেকে আমরাও অংশগ্রহণ করেছি। আমরা টিম ভাগ করে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশা করি। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর দেশ গড়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি’র সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শেষে এখন দেশ সংস্কারের কাজ চলতেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষারাও দেশ সংস্কারে অংশ নিয়েছে। সংস্কারের অংশ হিসেবে আমরা আজ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করতেছি।