মুন্সি শাহাব উদ্দীন :কনজিউমার রাইটস বাংলাদেশ ( সি আর বি) এর চট্রগ্রাম বিভাগীয় সভাপতি হলেন লোহাগাড়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। তিনি এই সংগঠনের লোহাগাড়ার সাধারণ সম্পাদক হিসাবে দুই বৎসর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তার দক্ষতা ও বিচক্ষণতা বিবেচনা করে কতৃপক্ষ তাকে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করেন। তিনি দুই বৎসর দক্ষতার সহিত চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্ব পালন করেছেন। তাই সারা বাংলাদেশে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তিনি এওয়ার্ড পেয়ছেন। দক্ষিণ চট্টগ্রামে দায়িত্ব পালন কালে তিনি বিভিন্ন উপজেলায় নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করেন। পাশাপাশি তিনি সংগঠনকে এগিয়ে নেওয়ার যাবতীয় পদক্ষেপ নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়েছেন। তার এ সব বিবেচনা করে তাকে চট্রগ্রাম বিভাগের সভাপতি হিসাবে দায়িত্ব অর্পন করেন। মুঠোফোন তার সাথে কথা বলে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি জনাব সবুজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এই গুরু দায়িত্ব অর্পন করার জন্য। আমি অত্যান্ত গুরুত্বের সহিত এই দায়িত্ব পালন করে যাব।