কুষ্টিয়ার সদর থানার ওসিকে কর্মস্থলে যোগদান,সহযোগিতায় থাকবেন শিক্ষার্থীরা
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ১০ আগস্ট, ২০২৪
৩২
বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়া মডেল থানা ও সার্কেল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগে ধংস হওয়া থানায় পুনরায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চোধুরীকে পিপিএম কে বরণ করে নিলেন শিক্ষার্থীরা।
শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১২ টার সময় থানার ওসিকে থানায় বরন করার সময় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ওসি ও তার একজন পুলিশ সদস্যদের সাথে অগ্নিকাণ্ডে ধংস হওয়া থানা ও সার্কেল অফিস সহ ওসির বাসভবন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।
এর আগে গত (০৫ আগস্ট) আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা সুযোগকে কাজে লাগিয়ে থানা ও সার্কেল অফিস ভাঙচুর করে লুট করে পুড়িয়ে দেয়। যার ফলে থানা ও সার্কেল অফিস সহ ওসির বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর গত (০৭ আগস্ট) দিনব্যাপী সাধারন শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধংস স্তুপ থানা ও সার্কেল অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করেন । তারপর শিক্ষার্থীরা পুলিশকে থানায় এসে পুনরায় আইনশৃংখলা ফিরিয়ে আনার আহবান জানালে পুলিশ আহবানে সাড়া দিয়ে পুনরায় থানায় দায়িত্বের জন্য আসেন।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ তোকির আহমেদ, সমন্বয় সুজন মাহমুদ,মোঃ সাব্বির হোসেন,মোঃ তুহিন হোসেন, রাইসুল আহমেদ, সাঈদ আহম্মেদ শ্রেষ্ঠ,রাফিউল ইসলাম রোজ,আব্দুল কাদের মুন্না,মোস্তাফিজুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আন্দোলনে অংশগ্রহন করে নেতৃত্ব প্রদানকারী, ফরিদ হোসেন,আবু সাঈদ,সাজেদুর রহমান বিপুল,আলমাজ হোসেন মামুন,চাঁদ পরামানিক,আক্তারুজ্জামান চন্টু সহ অনেক শিক্ষার্থীরা।