মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া : সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লন্ডন প্রবাসী ব্যারিস্টার সালাউদ্দিনের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় নবীনগর উপজেলার সামোগ্রাম ইউনিয়নের জল্লি গ্রামের লন্ডন প্রবাসী ব্যারিস্টার সালাউদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে মোটরসাইকেল বহরযোগে একদল দুষ্কৃতিকারী সালাউদ্দীনের বাড়িতে হামলা শুরু করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ ব্যাপক লুটপাট করে। এছাড়াও হামলা চালিয়ে , ফার্নিচার ভাঙচুর ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হামলাকারীরা ব্যারিস্টার সালাউদ্দিনের বাড়ির অনেক জায়গা জমির দলিল প্রয়োজনীয় ডকুমেন্টসহ মূল্যবান সম্পদ পুড়িয়ে দেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, এ ব্যাপারে আইনগত সাহায্য নেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
হামলাকারীদের বেপরোয়া সহিংসতায়, ব্যারিস্টার সালাউদ্দিনের সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
হামলার বিষয়টি তিনি পুলিশে অবহিত করেছেন। তবে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তিনি হতাশায় ভুগছেন।