মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) : শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশের মতো চাটখিলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চাটখিল থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র, গোলাবারুদ লুট হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাংচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট হওয়া ঘটনা ঘটেছে। এই গুলো বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল ইসলাম , মেজর তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, সাবেক ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন হাছান, উপজেলা বিএনপি নেতা শাহজাহান রানা, দেওয়ান শামীম, এহসানুল এক মাসুদ, জামাত নেতা ওমর ফারুক ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমূখ। সভায় আন্দোলনরত কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গত কয়েকদিনে থানা জ্বালিয়ে দেওয়া সহ যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এসব ঘটনা আর যেন না ঘটে তার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে হবে।