মাসুম বিল্লাহ্ ,বরগুনা : বরগুনায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত ৯দফা দাবি আদায়ের লক্ষ্যে, বৈরী আবহাওয়ায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ও শনিবার বেলা ১১টায় বরগুনা সরকারি কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল নিয়ে বরগুনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে মিলিত হয়ে প্রায় ২ঘন্টা অবস্থান করেন। এসময় বিভিন্ন প্রতিবাদী গানের মাধ্যমে সরকার কে কড়া বার্তাদেন।
এবং শ্লোগানে শ্লোগানে বলেন,
তুমি কে আমি কে, ছাত্র ছাত্র।
আমি কে তুমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার।
এছাড়া প্রশাসনের লোক দেখামাত্রই ভুয়া ভুয়া বলে শ্লোগান দেন।
আন্দোলন ঘিরে পুলিশ,বিজিবি, নৌবাহিনী, ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের টিম উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র জনতা, সাধারণ মানুষ,গার্ডিয়ান ও বিভিন্ন পেশাজীবি মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
বরগুনায় স্বরণকালের সর্বোচ্চ মিছিলটি ও সমাবেশটি জনসমুদ্রে রুপ নিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী মোঃ মাহমুদ বলেন,
৯দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সকল বর্বরতার বিচার দাবি করেন।
বরগুনা কোটা আন্দোলনরত সমন্বয়ক
মোঃ মুঈদ নিলয় বলেন,
৯দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত
আমাদের আন্দোলন চলমান থাকবে।
এ সময় তিনি বলেন, আন্দোলন চলাকালে গতকাল ডিবি পুলিশ আমাদের ২জন
ভাইকে গ্রেফতার করেছে তাদেরকে মুক্তি দেওয়া না হলে আমরা আদালত ও থানার সামনে গণবিক্ষোভ করবো।