মাদারগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ৩ আগস্ট, ২০২৪
২৬
বার পঠিত
আবু রায়হান ,মাদারগঞ্জ(জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক স্লোগানে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে হলি মিশন স্কুলের সামনে থেকে উপজেলা হাওয়ায় রোড়স্থ একটি হোটেলের পাশে রাখা গাছের ডাল ও লাঠি নিয়ে মিছিলে অংশ নেয় কিছু শিক্ষার্থী, ব্র্যাক অফিস হয়ে গালস্ স্কুল মোড়, হাইস্কুল মোড় হয়ে বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড়ে হাজারো শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এর পূর্বে গালস্ স্কুল মোড় হয়ে আন্দোলনকারীরা বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী ফয়সাল,লেমন, সংস্কৃতিকর্মী লগ্না । মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ী বাজারে বিক্ষোভ মিছিলে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই।
কোটা না মেধা ?. মেধা মেধা,
আমি কে তুমি কে ?.. রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার, পুলিশকে দেখে তারা ভুয়া ভুয়া ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে মাদারগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে। উল্লেখ্য যে, সরকারি চাকরি সকল গ্রেডে সব ধরণের বৈষম্যমুলক কোটা নিরসনের দাবীতে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের ব্যানারে হাজারো শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। এতে কোন স্থানে ভাংচুরের ঘটনা ঘটেনি।