পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার। গরীবদের অভাব দূর করার জন্য নামকাওয়াস্তা কাজ রাস্তায় ছোট ছোট ভাঙন, অন্যান্য কাজ করার বিনিময় আপনাদের টাকা দিচ্ছেন। অসহায় দুস্থ মহিলাদের কষ্ট বোজেন শেখ হাসিনা। এমন গরীব বান্ধব প্রধানমন্ত্রী আর কোথাও পাবেন না। সেই হচ্ছেন আপনাদের আসল বান্ধব। এমপি বুধবার বিকেল ৫টায় পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়ক রক্ষনাবেক্ষণ কাজের জন্য নিয়োজিত মহিলা শ্রমিকদের কাজের চুক্তির মেয়াদ শেষে তাদের সঞ্চয়ী আমানতের অংশের টাকা চেকের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এরআগে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদোখালী-পাড়েরহাট হুলার হাট সড়ক এবং তুলাতলা ও উত্তর কালীকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের (বিটুমিন কার্পেটিং) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রনজিত দে, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার সহ জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।