1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. srhafiz83@gmail.com : Hafizur Rahman : Hafizur Rahman
  6. elmaali61@gmail.com : Elma Ali : Elma Ali
অসংখ্য মুগ্ধদের আত্মত্যাগে খুলনায় শোক পালন!  - The Nagorik Vabna
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...

অসংখ্য মুগ্ধদের আত্মত্যাগে খুলনায় শোক পালন! 

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: নিষ্ঠুর হত্যার শোকে কাতর বাংলাদেশ সাম্প্রতিক দেশজুড়ে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করতে গিয়ে প্রশাসনসহ দেশের কতিপয় কিছু অসৎ মানুষের লালসার শিকার হয়ে দেশের উদ্দীপ্ত উদীয়মান সূর্য নিভৃতে অস্ত গিয়েছে শূন্য হয়েছে অসংখ্য  হতভাগী  মায়ের কোল সন্তান হারানো বেদনায় নিথর হতভম্বন নিস্তব্ধ বাংলার আকাশ বাতাস। হারিয়ে যাওয়া সেসব উদীয়মান সূর্য সন্তানদের বিয়োগ বেদনায় শোঁকে কাতর দেশ আর সেই লক্ষ্যে সে সকল শহীদ সূর্যসন্তানদের উদ্দেশ্যে দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে শোক দিবস। ধারণ করা হচ্ছে বুকে কালো ব্যাচ মন্দির মসজিদ ও প্যাগাডো সহ বিভিন্ন  উপাসনালয় নিহতদের আত্মার শান্তি মাগফিরাত কামনার্থে দোয়া প্রার্থনা করা হচ্ছে।
এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দেশের সরকার প্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যগণ। সমবেদনায় অংশগ্রহণ করেছে সুশীল সমাজ এবং রাজনৈতিক  অরাজনৈতিক বিভিন্ন সংগঠন
ছাত্র সমাজ সাধারণ জনতা। এক্ষেত্রে সাংগঠনিক পর্যায়ের উল্লেখযোগ্য বেশ কিছু নেতারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এতটাই নিথর যে তারা কোন ভাষা খুঁজে পাচ্ছে না
নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মধ্য খুলনা নাগরিক ফোরামের সভাপতি বলেন আমি ১৯৫২ দেখেছি ৬৯ এর গণঅভ্যুত্থান দেখেছি ৭১এর পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে  মুক্তিযুদ্ধ দেখেছি ৯০ এর স্বৈরাচার পতন আন্দোলন দেখেছি তবে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চো নৃশংস পৈচাসিক বীভৎস অমানবিক নিষ্ঠুরতার কাছে হার মেনে পৃথিবীর মানচিত্র থেকে একইসাথে অতি অল্প সময়ের মধ্যে প্রস্থান নিয়ে যেতে হোলো কেনো এতগুলো  তরতাজা প্রাণ এমন হৃদয়বিদারক প্রশ্ন আজ আমি কার কাছে  করবো আজ সোনার বাংলার সোনা অঙ্গার হয়ে গেল নতুন ইতিহাসে লিপিবদ্ধ হলো তাদের নাম।
অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজও অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তারই ধারাবাহিকতায় খুলনা নগরীর শিববাড়ি মোড় চত্বরে ছাত্ররা জড়ো হয়ে বিক্ষোভ করছে ছাত্ররা তাদের পূর্বের  স্লোগান বদলিয়ে বলছে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক আমরা সবাই সমন্বয়ক। তারা সরকারকে উদ্দেশ্য করে আরো বলছে আজ আপনি কাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে লোক দেখাতে শোক পালন করছেন আপনি কি মুছে দিতে পারবেন আমাদের যে সকল ভাই-বোনেরা পুলিশের নিষ্ঠুরতার গুলিতে নিহত হয়ে চলে গেছে  তাদের মায়ের চোখের পানি। পারবেন না তাহলে কেন শোক পালন করছেন যারা আপনারা আমাদের ভাই-বোনদের হত্যা করেছেন আপনারা জেনে রাখবেন আমরা উদীয়মান  উদীপ্ত তারুণ্যে তেজস্বী আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করবো না পরাস্ত হবো না আমরা আমাদের ভাই বোনদের রক্ত রাজপথ থেকে মুছে যাওয়ার আগেই সকল দাবি আদায় করে ঘরে ফিরব।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ডিসিপ্লিন ১৯ বর্ষের ছাত্র মুগ্ধ আন্দোলনরত ছাত্রদের মাঝে খাবার পানি বিতরণের কালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে ফলে তার পরিবার জুড়ে আজ কালো মেঘে আবৃত করে রেখেছে শোকে পাথর হয়ে গেছে তারা। তাই তাদের কাছে আর ভিন্নভাবে শোক দিবস বলে কোন শব্দ নাই।
মুগ্ধর মা বলেছেন আপনারা সান্তনা দিতে এসেছেন আপনারা শোকের কথা বলতে এসেছেন আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তান হারানো পাহাড় সমান  বেদনা বুকে ধারণ করব। আমার মুগ্ধ দুপুর হলে ফোন দিয়ে বলতো মা ভাত খেয়েছ ওষুধ খেয়েছো খেয়াল রেখো মা ভালো থেকো আমরা ভালো আছি তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো।
এখন তো দুপুরে ফোন আসে না রাত্রে ঘুমানোর আগে ফোন আসে না সে ফোনটি ও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আমি একজন মা হিসেবে বলতে চাই বাংলাদেশের অসংখ্য মুগ্ধ হারিয়ে গেছে তাদের মা দেরও আমার মতন আর্তনাদ করতে হচ্ছে। তাই আমরা হতভাগী মায়েরা এই হত্যার সাথে জড়িত অকথ্য নিকৃষ্ট পিচাশ  মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। তাদের  হলে হারিয়ে যাওয়া অসংখ্য মুগ্ধদের আত্মা শান্তি পাবে আমরাও শান্তি পাব।
অপরদিকে ঢাকা সহ সারা দেশব্যাপী বিচ্ছিন্নভাবে আন্দোলন চলমান রয়েছে তাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্ররা ও চলমান এই আন্দোলনে অংশ নিয়েছে নাগরীর শিব বাড়ি মোড়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে স্লোগান দিচ্ছে এবং ডিবি হেফাজতে আটক ছয় জন সমন্বয়কারীকে অবিলম্বে মুক্তির দাবি করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?