পিরোজপুর প্রতিনিধি : ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) বুধবার রাত ২ টা ১১ মিনিটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। তার লাশ ঢাকার মহাখালির গাউসুল আজম মসজিদে নেওয়া হয়েছে। সেখান থেকে তার কফিন ছারছীনা শরীফে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পীর সাহেবের সফর সংগী মাওলানা সাইদুর রহমান। ছারছীনা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বর্তমান নুরানী মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা শরাফত আলী ও ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানিয়েছেন আজ রাতে তার কফিন ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামী কাল বৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।
পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌছিলে তা অল্প সময়ের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, আওয়ামীলীগের জাতিয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।