সমীর সরকার, হালুয়াঘাট : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৯ দিনব্যাপী পালিত হয়ে আজ উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হল।
মঙ্গলবার (১৬জুলাই) বিকাল ৪ ঘটিকায় সনাতন যুব সংঘের আয়োজনে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠানমালা শেষ হয়।এর আগে গত রবিবার (৭ জুলাই )শুরু হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বিকালে উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নানা মাঙ্গলীক অনুষ্ঠানের আয়োজন করে, এর মধ্যে ছিল- হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তিও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।এ বৎসর ও এই অনুষ্ঠানটির পুরোহিতও গীতা পাঠ করেন শ্রীশ্রী প্রভুপাদ জয়ন্ত গোসামী। উল্টো রথযাত্রা রাধা গোবিন্দ মন্দির উত্তর খয়রাকুড়ি থেকে শুরু হয়ে রাধা গোবিন্দ মন্দির আকন পাড়া রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্টো রথযাত্রা শুরুতে উত্তর খয়রাকুড়ি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার ,বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সুভাষ সাহা,মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা, রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি অমলেন্দু সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার ধর,সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন,গীতা পরিষদের সম্পাদক জয়ন্ত সরকার,উপদেষ্টা সুশীল চন্দ্র ভাট,সাবেক কোষাধক্ষ্য নয়ন সরকার , সনাতন যুব সংঘের সহ-সভাপতি তাপস সরকার, দেবাশীষ দত্ত,কোষাধক্ষ্য গনেশ দাস সহ সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার ভক্তরা উল্টো রথযাত্রায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক হারাধন সরকার (অঞ্জন)।এ সময় প্রধান অতিথি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা বারবার প্রমাণ করেছে আজকের এই অনুষ্ঠান উজ্জল দৃষ্টান্ত। আমরা চাই এই ঐতিহ্য আমাদের মাঝে যুগ যুগ ধরে বিরাজ করুক।পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের যেকোনো প্রয়োজনে তার সহযোগিতার হাত অব্যাহত থাকবে।
সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার ও সাধারণ সম্পাদক হারাধন সরকার অঞ্জন বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তায়,জাতীয় সংসদ সদস্য, পৌর মেয়র, উপজেলা প্রশাসন, সাংবাদিক, সহ সবার সহযোগিতায় হাজারো হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে রথযাত্রার আয়োজন সম্পন্ন করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।