কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তাদের আটকে রাখার জন্য হলের তালা মেরে দিয়েছিল। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে বঙ্গবন্ধু হলের সামনে আসেন এবং হলের বি ব্লকের তালা ভেঙ্গে আবাসিক শিক্ষার্থীদের মুক্ত করেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২ টায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হল গেট দিয়ে কে কে বের হচ্ছেন তা নজর রাখছিলেন কিছু নেতা-কর্মী। এতে আব্দুল্লাহ আল মামুন, বিশ্বজিৎ সরকার, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ বেশ কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা যায়। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল আজ দুপুর ২ টায়। তবে এর আগেই হলের দক্ষিণ দিকে ও নতুন ব্লকেও তালা মেরে দেন শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা-কর্মীরা। পরে নতুন ব্লকের ওখানে কিছু নেতাকর্মী অবস্থান করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি অস্বীকার করেন।