সিনিয়র স্টাফ রিপোর্টার : কুমিল্লার দেবিদ্বার উপজেলা ইউছুফপুর গ্রামে আব্দুল্লাহ (৯) নামে এক শিশুকে সৎ মা’ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার ঘটনায় সৎ মা লিজা আক্তারকে(২২) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলার ইউছুফপুর গ্রামের পশ্চিমপাড়া গাজী সরকারের বাড়িতে।
হত্যার শিকার শিশু আব্দুল্লাহ (৯) ইউছুফপুর গ্রামের হোটেল শ্রমিক আমানুল্লাহ’র ছেলে। সে ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে শিশুটির আপন মা ফারজানা আক্তার পরকীয়ায় জড়িয়ে তার বাবাকে তালাক দিয়ে চলে যায়, সেই থেকে আব্দুল্লাহ তার দাদা দাদির কাছে থাকে। পরে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন। বিবাহের পর থেকে শিশুটির সৎ মা তাকে সহ্য করতে পারতনা। প্রায়ই বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতেন। আজ সকালে দাদির সাথে নাস্তা খাওয়ার পর উঠানে পানি নিয়ে খেলছিল। হঠাৎ তার সৎ মা তাকে ডেকে ঘরে নিয়ে মারধর ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সৎ মা তখন নিরুপায় হয়ে তাকে বিছানায় শুয়ে রাখে।
ওই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে, সংবাদ পেয়ে দেবিদ্বার থানা পুলিশ যেয়ে আব্দুল্লাহর মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী করে নিয়ে আসেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল্লাহর সৎ মা’ লিজা আক্তারকে থানায় নিয়ে আসেন। তার বাবার দ্বিতীয় সংসারে নাহিদ নামে ২ বছরের একজন সৎ ভাই রয়েছে।
বাড়ির মহিলারা বলেন, আব্দুল্লার সৎ মা’ লিজা আক্তার সকালে আমাদেরকে জানান কেন জানি তার শরীর কাপছে, রাতে নাকি ঠান্ডার ঔষধ খেয়েছিল সে কারণে হয়তো এমন হচ্ছে। তখন তার দাদি আব্দুল্লাহ’র খোঁজ করলে তার সৎ মা’ জানান, আব্দুল্লাহকে রাতে কফের ঔষধ খাওয়ায়েছিলাম তাই এখন সে ঘুমায়। লিজা আক্তার আধা ঘণ্টা পর এসে বলেন, আব্দুল্লাহ কি যেন হয়েছে, রাতে ওরে ঠান্ডার ঔষধ দিয়েছিলাম। পরে তার দাদিসহ সবাই এসে দেখে তার গলায় কালো দাগ, পায়খানা করে নিথর হয়ে পড়ে আছে। স্থানীয়রা তাকে কোম্পানীগঞ্জ ইউনাইটেড হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, সৎ মা শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের বাবা ঢাকায় একটি হোটেল বয় হিসেবে চাকরি করেন, তিনি আসলেই মামলা হবে।