নাজমুল হক মণি,নরসিংদী: নরসিংদীর পলাশে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৬নং ওয়ার্ড চরপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে এই রথযাত্রার উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। দুপুরে ঘোড়াশাল পৌরসভা ও জগন্নাথ মন্দিরের সামনে আল মুজাহিদ হোসেন তুষার উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আল মুজাহিদ হোসেন তুষার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের দল। সব জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে, জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রথযাত্রা উপলক্ষে সব সনাতন ধর্মালম্বী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কে স্থানীয় শিল্পীরা অভ্যর্থনা সংগীতের মাধ্যমে বরণ করে নেন। পরে তিনি রথযাত্রা পরিদর্শন করেন।
অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর ইমরান হোসেন, বরুণ চন্দ্র দাস,সমীর কান্ত দেবনাথ,সুধীময় নন্দী, দিলীপ, পঙ্কজ,অমল,পপি রানী সাহা সহ ভক্তবৃন্দ।