1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. srhafiz83@gmail.com : Hafizur Rahman : Hafizur Rahman
  6. elmaali61@gmail.com : Elma Ali : Elma Ali
ফরিদপুরে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলায় দেশী-বিদেশী প্রজাতি উদ্ভিদের সমারোহ - The Nagorik Vabna
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...

ফরিদপুরে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলায় দেশী-বিদেশী প্রজাতি উদ্ভিদের সমারোহ

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

জাহিদ হাসান, ফরিদপুর : গত ২৭ জুন বৃহস্পতিবার ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাহ্ম সমাজ সড়কের পাশে  বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগান কে প্রাধান্য দিয়ে সামাজিক বন বিভাগ, ফরিদপুর ও ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিন ব্যাপী বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ চৌধুরী। ফরিদপুর সামাজিক বন বিভাগের তথ্যমতেবৃক্ষ মেলায় ফরিদপুর ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ২৪ টি নার্সারি অংশগ্রহণ করে।প্রতিটি নার্সারিতে  দেশি-বিদেশি বিরল ও দুষ্প্রাপ্য বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আধিক্য রয়েছে।এদিকে মেলায় অংশ গ্রহণ করেছে ফরিদপুর  পুলিশ লাইন্স সংলগ্ন কেয়া নার্সারি, এ নার্সারিতে পাওয়া যাচ্ছে চিরুম্যারজ,রবার,তমাল,লজ্জাবতী, এলভেরা,গ্রীন স্পাইডার,কাঞ্চন, শ্বেতচন্দন,করমচা,সাইকাস,নলিনী পাম, বনসাই বট যার মূল্য হাঁকা হচ্ছে -৪৫ হাজার টাকা, এছাড়াও রয়েছে এলাচ,আলুবোখারা, রেড জামরুল, শতমূল ও রামবুটান।শহর সন্নিকটস্থ ইকরী,গেরদা থেকে মেলায় অংশ গ্রহণ করেছে জুবায়ের নার্সারি। জুবায়ের নার্সারিতে পাওয়া যাচ্ছে রঙ্গন,করবী,কনকচাঁপা,কলোগোলাপ যা বিক্রি হয়েছে প্রতিটি ২২০০ টাকা দরে,এছাড়াও রয়েছে ফাস্টক্লাপ,কাঠগোলাপসহ বাহারি রংয়ের ফুলের গাছ। হাবিলী দয়ারামপুর, গেরদা থেকে এসেছে সিয়াম নার্সারি, এ নার্সারিতে পাওয়া যাচ্ছে জিনিয়াফ্লোর,সবুজ আঙ্গুর,ইউফরবিয়া,কট কার্পাস,খরকুটিয়া,পানিকা,মানিপ্লান্ট,আখরুট,বাদামি আখরুট,রুবি লংগান,জয়তুন, মলিনা চেরী,করসল,অ্যাবোকাডো,ডুরিয়ান,কাওফল,ব্ল্যাকবেরী,মালবেরী,পিনাট বাটার,আগর,স্ট্রবেরি পেয়ারা,ট্যাং ফল,ভিয়েতনামী লাল কাঁঠাল,চালতা,জি-নাইন কলা,রেড পালমার,চিয়াংমাই আম,ব্যানানা ম্যাংগ,থ্রিটেস্ট ম্যাংগসহ বিরল দুর্লভ প্রজাতির উদ্ভিদ সমূহ।গজারিয়া থেকে মেলায় অংশ গ্রহণ করেছে পারুল এগ্রো নার্সারি,এ নার্সারিতে রয়েছে হরিতকি বৈজ্ঞানিক নাম Terminalia chebulia,বহেরা বৈজ্ঞানিক নাম Terminalia bellirica,আমলকি বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica,শ্বেত চন্দন বৈজ্ঞানিক নাম Santalum album,করসল বৈজ্ঞানিক নাম Annona muricata সহ ভেষজ ও ঔষধি উদ্ভিদ সমূহ।ভাজনডাঙ্গা থেকে আগত শিকদার এগ্রোফার্মে পাওয়া যাচ্ছে মিশরি জাতের লাল-খয়েরি রংয়ের ত্বিন ফল,এরাবিয়ান জাতের লাল-সবুজের কফিফল,স্থল পদ্ম,সাদা জাম,হরিমন জাতের সবুজ  আপেল, চেরিফুল সহ বিদেশি প্রজাতির উদ্ভিদ সমূহ।উল্লেখ ২৭ জুন থেকে শুরু হয়ে এ বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন শত শত দর্শনার্থী এসে মেলা পরিদর্শন করে বৃক্ষ কিনে নিয়া যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?