ফকিরহাটে ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে রথ যাত্রার উদ্বোধন
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট (ফকিরহাট প্রতিনিধি)
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকী শিতলা মন্দিরের উদ্যোগে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার দুপুর ১টায় প্রথম রথ টান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির ফিতা কাটার মোধ্যে দিয়ে শুরু হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শীতলা মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির পক্ষ থেকে
মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দ পাল (মনি) সহ রনিঘোষ,কার্তিক দত্ত সহ মন্দির কমিটির সদস্যবৃন্দসহ আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।