কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে কচুয়ায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছে শতশত ভক্তবৃন্দ।আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ০৭ জুলাই (রবিবার)সকাল ১১টায় উপজেলা মন্দির কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত রথযাত্রায় শতশত ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন। প্রতি বছরের মতো এবারও কচুয়া উপজেলা মন্দির কমপ্লেক্সে রথযাত্রা উপলক্ষে, পূজাঅর্চনা,গীতাপাঠ,হোমযজ্ঞ,জগন্নাথ লীলামৃত মাঠ,বৈদিক চলচ্চিত্র প্র্রদর্শনী,ভজনকীর্তন, শোভাযাত্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে দুপুরে কচুয়ার ৬০০ বছরের পুরনো শিবপুর শিবমন্দিরে সনাতন ধর্মাবলম্বী সহস্রাধিক ভক্তদের পদচারণায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়।
এছাড়াও বাধাল বাজার এবং বড় আন্ধারমানিক মন্দিরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। ৯দিন পর ১৫ জুলাই (সোমবার) জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হওয়ার কথা রয়েছে।
রথযাত্রা উৎসবে অংশ নেয় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী,কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা অঞ্জন কুন্ডু,বিশিষ্ট ব্যাবসায়ী বিমল কৃষ্ণ দত্ত,নারায়ণ চন্দ্র বাওয়ালি,মুকেশ বাওয়ালি,শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্য,প্রভাষক মৃনাল মৈত্র,অনিমেষ কান্তি সহ কচুয়া উপজেলার শতশত ভক্ত বৃন্দ।