বুধবার সকালে ৬১ পরিবারের কাছে সরকারি ঘর হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘরগুলো গৃহহীনদের হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা হাসান পলি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে সকলেই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।
উদ্বোধন শেষে ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবী ও দলিল বুঝিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন,- ‘নতুন করে ৬১টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে। পর্যায়ক্রমে আরও ৬৩টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে এবং ঈশ্বরগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে’।
Leave a Reply