ফখরুদ্দিন তহসিন ,আমতলী (বরগুনা) : ৫০ টাকার লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেনীর মাদ্রাসায় পড়ু-য়া ছাত্রীকে রহিম মোল্লা (৪৮) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রী এমন অভিযোগ করেছেন। পুলিশ ধর্ষক রহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার রাতে আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে।
জানাগেছে, উপজেলা আমড়াগাছিয়া বাজারের দারুল হিকমা নুরানিয়া হাফিজি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেনীতে পড়ু-য়া এক ছাত্রীকে ওই বাজারের মুরগী ব্যবসায়ী রহিম মোল্লা ৫০ টাকার লোভ দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছে। হত্যার ভয় দেখিয়ে ধর্ষক রহিম মোল্লা এ বিষয়টি কাউকে জানাতে ওই ছাত্রীকে নিষেধ করেছে। এমন দাবী ওই মাদ্রাসা ছাত্রী। বুধবার রাতে এ ঘটনা মাদ্রাসা ছাত্রী তার বড় বোনকে বলে দেয়। পরে তিনি ওই ছাত্রীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ ধর্ষক রহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।