মোঃ রিপন হোসেন, ফুলতলা (খুলনা): খুলনা জেলার ফুলতলা থানার ১৩ই জুলাই শনিবার বিকেল বেলায় এসআই আসাদুজ্জামান নেতৃত্বে দামোদার উত্তর পাড়ার মোস্তফা জমাদ্দারের কন্যা, সাথী বেগমের নিজ ঘরের ভিতর থেকে ফেনসিডিল গণনার সময় হাতেনাতে ১৫০ বোতল ফেনসিডিল সহ সাথী বেগমকে গ্রেফতার করেন ।মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে ফুলতলা থানার এএসআই আসাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স কনস্টেবল হাবিবুর রহমান, হাসিব উল আলম, চন্দ বর্মন ,অনুপম সরকার ও হুমায়ুন কবিরের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ফুলতলা থানায় মাদকের কোন স্থান নাই। অভিযান সব সময় অব্যাহাত থাকবে।