বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: আগামী ১০ জুন বেলা ১২ টা থেকে ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত নগরীর জোড়া গেটে সপ্তাহব্যাপী কোরবানি পশুর হাট বসার লক্ষ্যে প্যানেল মেয়র এস এম রফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ হোসেন মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশন এর সার্বিক তত্ত্বাবধায়নে কোরবানি পশুর হাট পরিচালনা কমিটি গঠন পূর্বক আগামী ১০ জুন দুপুর ১২ টায় নগরপিতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতে খুলনার উল্লেখযোগ্য পশুরহাট জোড়া গেটে উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
এ সময় উপস্থিতিদের মধ্য আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু দিকনির্দেশনা ও করণীয় বিষয়ের ওপর সিদ্ধান্ত হয়েছে যে সপ্তাহ ব্যাপী চলমান হাটটি সর্বক্ষণ প্রশাসনের সহায়তা নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা, ক্রেতা বিক্রেতাদের খড়তাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ এবং সমগ্র হাট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত জাল নোট শনাক্তকরণ মেশিনের সু বন্ধবস্ত করা হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত রাখা এবং পাশাপাশি নগরীর অবৈধ যেসকল হাট বসবে সেগুলো উচ্ছেদ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সাথে হাটের বেপারীদের সুবিধার্থে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা সহ ঈদের দিন পশু বর্জ্য দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় তাছাড়া আলোচনায় বিশেষ উল্লেখ থাকে যে এলাকাভিত্তিক কতিপয় কিছু নেতাদের ছত্রছায়ায় থাকা স্থানীয় সঙ্ঘবদ্ধ যুবকদের উৎপাদ থেকে হাটে আগত ক্রেতা ও বেপারীদের রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনসহ হাট পরিচালনা কমিটির সজাগ দৃষ্টি রাখতে হবে।
অপরদিকে কেসিসির হাট পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও প্যানেল মেয়র এস এম খুরশিদ আহমেদ, ও কাউন্সিলর মোঃ ইমরুল হাসান, সদস্য সচিব কাউন্সিলর শেখ হাসান ইফতেকার চালু, সদস্য প্যানেল মেয়র সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোহাম্মদ আলী আকবর টিপু, ইমাম হাসান চৌধুরী ময়না,মোঃ শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রাফিজা রোজি ইসলাম নদী, প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম,প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, ভেটেরি নারী সার্জন ডাঃ পেরু গোপাল বিশ্বাস, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান বাজার সুপার এম এ মাজেদ এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
আরও খবর...