আইয়ুব আলী:কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানজিদা আক্তার হেপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে । তার মেধাতালিকায় ভর্তির বিষয় গণিত ।
সে হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের মেয়ে ।
জানা গেছে, সানজিদা ২০২১ সালে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ বৃত্তিসহ এসএসসি,২০২৩ সালে ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ ৫ সহ এইচএসসি পাশ করেন। সে পিইসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন৷ সে সকলের নিকট দোয়া প্রার্থী।