আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার প্রয়াত এমকে আনোয়ার বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া।
উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. ডা: মো. রফিকুল ইসলাম, সদস্য এ্যাড. জয়নাল আবেদীন মেজবাহ , এ্যাড. খন্দকার মারুফ হোসেন, একরামুল ইসলাম বিপ্লব, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব তারেক মুন্সি ,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ও উপসচিব আবদুল মতিন, পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মুকুল, সদস্য সচিব শাহ আলম সরকার , উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, আলমগীর সরকার ও হানিফ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সানাউল্লাহ সরকার,মহিলা দলের আহবায়ক শেফালী বেগম ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের কবর জিয়ারত করেন।