আইয়ুব আলী: কুমিল্লার হোমনা- গৌরিপুর রোডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন (৩৩) মৃত্যু হয়েছে । রবিবার সাড়ে বারোটার দিকে সিনাই নামে স্থানে সিনিজি-বাস সংঘর্ষে এ দুর্ঘটনায় ঘটে। সে ঘনিয়ারচর গ্রামের মো. আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মাওলা হোসেন সিএনজি যোগে গৌরীপুর থেকে বাড়ি আসার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে বহনকারি সিএনজির সাথে একতা বাস সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়।