আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর বাজারের দু’টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে ২ দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। গতকাল বুধবার( ১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর বাজারের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত ২ টার দিকে দয়রাকান্দি গ্রামের ফরিদ মাষ্টার ও দৌলতপুর গ্রামের জীবন মিয়ার দোকান ঘরের সজিব ষ্টোর ও সজিব স্যানিটারিজ নামে দু’টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট এসে প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সজিব ষ্টোরের মালিক মো. সজিব মিয়া জানান, প্রতিদিনের মত দোকান তালা দিয়ে বাড়ি চলে যাই। রাত ২ টার দিকে আগুনের খবর পেয়ে এসে দেখি আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মো. মাজেদুল ইসলাম জানান, কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ড প্রায় কমপক্ষে দেড় লক্ষ টাকার মত ক্ষতি হতে পারে।
এ বিষয়ে ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, শুনেছি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরকারি ভাবে কোন সহযোগিতা করার চেষ্টা করবো।
আরও খবর...