হোমনায় চেয়ারম্যান পদে রেহানা বেগম,ভাইস চেয়াম্যান মুকবল হোসেন পাঠান ও নাজম হক বিজয়ী
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
২৬
বার পঠিত
»»»»» »»»»»
আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় রেহানা বেগম নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান মুকবল হোসেন পাঠান ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার (৫ জুন) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ক্ষেমালিকা চাকমা ফলাফল ঘোষনা করেন। এতে চেয়ারম্যান পদে রেহানা বেগম পেয়েছেন ৪০২৭৭ (আনারস) ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী মোটর একেএম সিদ্দিকুর রহমান আবুল পেয়েছেন ১৫২৩০ (মোটরসাইকেল) ভোট,
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মুকবল হোসেন পাঠান পেয়েছেন ৩৯৩৯৮ (তালা) ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী মনিরুজ্জামান টিপু পেয়েছেন ১৫ ৯১৬ (টিয়া) ভোট,মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা হক পেয়েছেন ২১০৪৪ (ফুটবল) ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী এ্যাড. হালিমা বেগম পেয়েছেন ১৮১১৩ (হাসঁ) ভোট।