সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: আগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার ভূমি আফরোজা আফসানা, ওসি শাহিনুজ্জামান খান, আওয়ামী নেতা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,মোরশেদ আনোয়ার খোকন, আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, আবদুর ওয়াহাব,সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী সমিতির সাধারণত সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু,বিজিবি কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক উপস্হিত ছিলেন।
বক্তারা পবিত্র মাসের পবিত্র রক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা, সাধারন মানুষ যাতে কষ্টে না পরে তার দিকে লক্ষ্য রাখার জন্য যার যার দিগ থেকে সহযোগিতা করার আহ্বান জানান, এবং আগামী পহেলা বৈশাখ মাহে রমজানের পবিত্রা রক্ষা করে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।