সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হালুয়াঘাট উপজেলা ও পৌরসভা শাখার কাউন্সিল /২০২৩ অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠান বিকাল ৪ ঘটিকার সময় সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোরশেদ আনোয়ার খোকন সহ সভাপতি বাংলাদেশের আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখা, প্রধান বক্তৃ হিসাবে ছিলেন আবুল কাশেম, সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা, সিনিয়র সহ সভাপতি নারায়ন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ সায়েদুর রহমান,কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নালিতাবাড়ীর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মাসুদ পারভেজ, সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, আবুল কালাম আজাদ,সভাপতি বিপিটিএ, মেহেদি হাসান সুমন সাধারন সম্পাদক বিপিটিএ নালিতাবাড়ী উপজেলা, ধোবাউড়া উপজেলার সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ও অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সমিতির উপস্থিত শিক্ষকদের মাঝে হাত উঠিয়ে কন্ঠ সমর্থনে উপজেলা শাখার সভাপতি হিসেবে আব্দুল হান্নান, সাধারন সম্পাদক পদে আশীক মাহমুদ খান, নির্বাহী সভাপতি আব্দুল হালিম,,নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,মাহবুবুল ইসলাম রুবেল ও মহিলা সম্পাদক শিউলী রানী সরকার কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন।
পৌর কমিটির সভাপতি হিসেবে নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সরকার,নির্বাহী সম্পাদক রোকনুজ্জামান রাসেল,সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন সরকারকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন। বক্তারা নির্বাচিত নেতৃবৃন্দের সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সমস্ত দাবী ও নিজেদের আধিকার প্রতিষ্টা হবে এমনটাই আশা রাখেন।
নাগরিক ভাবনা/এইচএসএস