1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. mdr028999@gmail.com : Rayhan : Md Rayhan
হল থেকে বের হওয়ার হুমকি, ছাত্রী অজ্ঞান - The NAGORIK VABNA
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
হিমাগঞ্জে শারদীয় দুর্গাপুজো উপলমক্ষে আগাম পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যাপক আমিনুল  ইসলাম  কুষ্টিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলনে পরিবারের বাধা কুষ্টিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলনে পরিবারের বাধা মাদারীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত নীলফামারীতে সালিশে হামলা, বাপাউবো কর্মকর্তা আহত  নাগেশ্বরীতে কওমী উলামা পরিষদের উদ্যোগে মহা-সম্মেলন অনুষ্ঠিত ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা আটক শৈলকুপায় ৩ দিন ব্যাপি বারটান এর উদ্যোগে বিনামূল্যে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান। গুরুদাসপুরে তিন ব্যক্তিকে সর্বহারার চিঠি! চাঁদা দাবি ১৫ লাখ আদম ব্যবসায়ী শামীম কর্তৃক ধর্ষনে প্রবাস ফেরত ফাতেমা গর্ভবতী, শামীম গ্রেফতার।

হল থেকে বের হওয়ার হুমকি, ছাত্রী অজ্ঞান

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

»»»»» »»»»»

অমৃত রায়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দুই ছাত্রলীগ নেত্রীর নামে অভিযোগ আসে গতকাল তারা মধ্যরাতে হলের কয়েকজন মেয়েকে ডেকে হেনস্তা করে যাদের একজন রাতে অজ্ঞান হয়ে যায়।

সূত্র থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তনের নিপুণ ও স্বর্ণা নামের ২ শিক্ষার্থী গতকাল রাতে ১৪ তম আবর্তনের ২ শিক্ষার্থী আদরী আক্তার(১৩০১ নং কক্ষ) ও শাহনাজ খাতুন (১২১১ নং কক্ষ) কে তাদের রুমে ডাকে রাত সাড়ে বারোটার পর। এছাড়াও অন্য এক প্রিয়াঙ্কা নামের ১৭ তম আবর্তনের শিক্ষার্থীকে তারা রুমে ডাকে।

ঘটনা দুইটি ভিন্ন সময়ে ঘটে যেখানে প্রিয়াঙ্কাকে চড় মারা হয় আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটায় বিশ্ববিদ্যালয়ের বহির্ভূত কাউকে টাকা দেওয়া নিয়ে কথা হয়েছিলো তা জানা গেছে।

পরবর্তী ঘটনাটি এমন ছিলো যে, আদরী ও শাহনাজের পরীক্ষা চলায় তাদেরকে ডাকলেও তারা সঙ্গে সঙ্গে যেতে পারে নি। বেশ কিছুক্ষণ পরে যায় আর তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। পেতে হয় হল ছাড়ার হুমকি।

তারপর যখন রুমে যায় তখন শাহনাজ ও আদরী তাদের রুমে গিয়ে কান্না করতে থাকে। এক পর্যায়ে আদরী অজ্ঞান হয়ে যায়। তাদের রুমমেটদের থেকে এ বিষয়ের সত্যতা জানা যায়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে আদরী জানায়, ” গতকাল রাতে আমাদেরকে ১২ টা ৩০ এ আপুরা তাদের রুমে ডাকে। আমদের পরীক্ষার কারণে পড়া থেকে উঠে যেতে একটু দেরী হলে ওনারা আমাদেরকে অনেক গালিগালাজ করেন। আমাদেরকে আগামী মাসের এক তারিখে হল থেকে নেমে যেতে বলেন। ছাত্রলীগের এক বর ভাই এর নাম করে ওনারা বলেন, ওনাকে বলতে অন্য সীট দেখতে নয়তো বাসা দেখে দিতে। কিন্তু আমরা হলে থাকি নিজের লিগ্যাল সীটে। আমাদের কার্ডও আছে।”

এ বিষয়ে ১৩ তম আবর্তনের নিপুণ এর সাথে যোগাযোগ করলে উনি জানান, “এ রকম ঘটনা ঘটে নি। বিষয়টা এমন ছিলো না।”
তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহিম ফরাজীর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, ” আসলে বিষয়টা এমন না। স্বর্ণা এর নাম করে চাওয়ায় প্রিয়াঙ্কা মেয়েটি কবি নজরুল ইসলাম কলেজ এর এক ছেলেকে দশ হাজার টাকা দিয়ে দেয়। তাই স্বর্ণা কেবল ওকে ছোটবোন হিসেবে শাসন করে। আর কিছু না।”

তবে আদরী আর শাহনাজ এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি আমি জানি না। তবে আমি দেখতেসি কি করা যায়।
ছাত্রীর অজ্ঞান হয়ে যাওয়া আর গতকাল রাতের কোনো ঘটনা সম্বন্ধেই অবগত ছিলেন না হল প্রভোস্ট।

আজ ১২ মে ২০২৩ দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার এর সাথে কথা বললে তিনি জানান, ” এ বিষয়ে আমি জানি না। কিন্তু যেহেতু আমি এটা জানলাম এ ব্যাপারে আমি জরুরি পদক্ষেপ নিবো। মেয়েদেরকে হল থেকে নামানোর কোনো অধিকার তাদের নেই। তারা এমন কথা কেনে বলবে সেটা আমি জানতে চাইবো। আমি রবিবার সামনাসামনি ওদেরকে ডেকে এর সমাধান করবো।”

 

নাগরিক ভাবনা/এইচএসএস

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?