মাসুদ রানা: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ অন্যান্য অপরাধে ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আল আমিন(২৫), ফরহাদ ওরফে চিকা ফরহাদ (৩২), নয়ন মিয়া (৩৫), মোঃ নাদিম মিয়া (৩২), মোঃ রেজাউল করিম বাচ্চু(৬২), মোঃ কাঞ্চন (৩৫), হৃদয় (২২), মোছাঃ পায়েল(২৫), হযরত আলী ওরফে মোড়ল (৪০), মোঃ একলাছুল হক অনিক (২৩), সাব্বির (২৮), রাহাত (২৫), সাজ্জাত হোসেন জেমি (২৮), নীরব (২০), আনারুল হক (২৬), শিপন ও আলামিন। উল্লেখ্য একই ব্যক্তির নামে একাধিক মামলা ও ওয়ারেন্ট আছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার নির্দেশে ময়মনসিংহ নগরীকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি-ছিনতাই, অপহরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ নির্মূলে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে নগরীতে পৃথক অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।