পিরোজপুর প্রতিনিধি: স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ -২০২৩ আওতায় “স্মার্ট পিরোজপুর” বিনির্মান করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ ইয়াছিন আলী, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল কাদের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকতাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য ৪টা ভিত্তি ঠিক করা হয়েছে। স্মার্ট সিটিজেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, স্মার্ট ইকোনোমি অর্থাৎ ইকোনোমির সমস্ত কার্যক্রম আমরা প্রযুক্তি ব্যবহার করে করবো ও স্মার্ট গভর্নমেন্ট যেটা ইতোমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, বাকিটাও করে ফেলব এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি।’ আমাদের আগামীর লক্ষ্য ২০৪১ সাল নাগাদ সম্পূর্ণ ডিজিটাল পেপারলেস অফিস ও ক্যাশলেস সোসাইটি নিশ্চিত করা।
এছাড়া “স্মার্ট পিরোজপুর ” গড়ে তুলতে সর্স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।