মোঃ নুর উদ্দিন জুয়েল, রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী সিহাব উদ্দিন। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় রামগতি উপজেলা চরআলেকজান্ডার ইউনিয়নে সুজনগ্রামে এঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, রামগতি উপজেলার সিহাব ও শাহনাজ দম্পত্তি দীর্ঘ ১৭ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। স্বামী সিহাব স্থানীয় মহসিন হাওলাদার জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। তবে তাদের সংসারে কোন সন্তান নেই। দীর্ঘদিন তাদের সংসারে ঝগড়া-বিবাদ রয়েছে বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার সকালে স্ত্রী তার বাপের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিলে ওই সময় স্বামী ধারালো ছুরি দিয়ে স্ত্রী শাহনাজকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে । পরে বসতঘরের দরজা বন্ধ করে ঘাতক স্বামী সিহাব পালিয়ে যায়।
রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক কলহে জেরে সৃষ্ট ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
আরও খবর...