আলআমিন কবির, সোনারগাঁও: সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চর কিশোরগঞ্জের কৃতি সন্তান নাছির মেম্বার (৬২) চির নিদ্রায় শায়িত।
শুক্রবার দিবাগত রাত ১ টায় ঢাকার বারডেম হাসপাতালে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার সফর সমাপ্তি করেছেন। ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজিউন।
১ এপ্রিল( শনিবার) যোহর নামাজের পর চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত মুসল্লিদের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম মো. নাছির উদ্দিন মেম্বার বহুবার নির্বাচিত জনপ্রতিনিধি ও একজন নামি-দামি ও প্রভাবশালী মানুষ ছিলেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নিবেদিত প্রাণ এই নেতা- যিনি ছিলেন বহুল পরিচিত ও একটি এলাকার অভিভাবক সমতুল্য।
সব মিলে যিনি ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষের কাছে সুপ্রিয় একজন জননন্দিত নেতা। মো. নাছির উদ্দিন ওনার নাম হলেও সমগ্র সোনারগাঁ তথা শম্ভুপুরা ইউনিয়নে নাছির মেম্বার নামে- উনি সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
পরিবার সূত্রে জানাযায়, ৩১ মার্চ শুক্রবার দিন রোজা শেষে ইফতারের পরেই হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভূতি হয় নাছির মেম্বারের। পরে ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে চিকিৎসা করোনা হলেও ওনাকে আর বাঁচানো সম্ভব হয়নি। রাত একটার দিকে আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারের মেহমান হয়েগেছেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে, ১ মেয়ে, ৩ ভাই ও ৪ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এবং সোনারগাঁও আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামছুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত,উপজেলা আওয়ামীলীগ সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কয়েক হাজার সাধারন জনগন উপস্থিত থেকে জানাযায় অংশ নেন।
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। আবার অনেকেই প্রার্থনা করেছেন- মহান আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
n/v