আলআমিন কবির: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকার – ৫নং ওয়ার্ডের পানাম দুলালপুর নোয়াইল গ্রামে অবস্থিত সুপার-ক্লাস্টার ইন্ডাস্ট্রিজের মালিক জাহাঙ্গীর আলম লিটন’এর বিরুদ্ধে নারী শ্রমিককে অপহরন করে হত্যার চেষ্টায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ নারী।
গত শুক্রবার বিকালে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার কৃতরা হলেন , ১, জাহাঙ্গীর আলম লিটন (৪৩) ২,আসাদুর রহমান খোকন (৪৮)।
মামালার এজাহার থেকে জানাযায় যে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে অপহরণ করে অচেতন করে তাকে মেরে ফেলার কথা উল্লেখ করেন । গৃহবধুকে উপজেলার পূর্ব সনমান্দি চকের একটি ভূট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে গত ২০ মার্চ ২০২৩ ইং বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন নারী শ্রমিক । মামলা তুলে নেওয়ার জন্য নানা সময় হুমকি দিয়ে আসতেছে বলে জানান ঐ নারী শ্রমিক। আদালতে করা মামলা না তুলেনেয়ার কারনে অপহরণ করা হয় বলে জানান।
মামলার বিবরণ থেকে জানা যায় মোসাঃ মাসুদা আক্তার (৩৭), পিতা-মোঃ সোনা মিয়া, স্বামী-মোঃ মাসুদ মিয়া, বর্তমান সাং-আদমপুর মোল্লা বাড়ী (বাতেন মোল্লার ভাড়াটিয়া)। স্থায়ী ঠিকানা সাং-মনাইরকান্দি চর বাউশিয়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ।
বাদীনি বিগত ২ বছর যাবত লিটনের কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। কারখানায় কর্মরত থাকাকালীন বিভিন্ন সময় আসামী বাদীকে উত্যক্ত ও যৌন হয়রানী করতো এবং বাদীর সহিত প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছিল।
জাহাঙ্গীর আলম লিটন কৌশলে তাহার কাছ থেকে ২,৮০,০০০ টাকা হাতিয়ে নেয়। বাদীনি থেকে আরও জানা যায় মামলা তুলে না নিলে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদেরকে হত্যা এবং গুম করে দিবে লম্পট লিটন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ওই নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে । দুই আসামিকে গ্রেপ্তারের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।