আলআমিন কবির, (সোনারগাঁও) নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের শুক্কুরদী এলাকায় কৃষকদের জমিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের মেম্বার মো: রফিক ও শামিম গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ড্রেজারের নিয়োজিত লোকজনেরা জানান, এখানে মালিক নেই মালিকরা সবসময় এখানে থাকেন না আপনি নাম্বার নিয়ে কথা বলুন, এই ড্রেজার টি বসিয়েছেন স্থানীয় বাসিন্দা মাধবপুর গ্রামের শামিম,ও স্থানীয় ইউপি সদস্য রফিক মেম্বার স্থানীয় মেম্বার মো: রফিকের ছএ ছায়ায় ভাগলপুর এলাকার শামিম সিন্ডিকেট করে এমনকি করে জায়গা ভরাটের কাজ করার অভিযোগ করেন শুক্কুরদী বাসী, সাথে ইউপি সদস্য নিজেও জরিত অবৈধ ড্রেজার ব্যবসার সাথে এলাকার কৃষি জমি তাদের নেতৃত্বেই সিন্ডিকেট করে ভরাটের কাজ চলছে।
২৮ মার্চ মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায় সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের শুক্কুরদী এলাকার অধিকাংশ কৃষি ও ফসলি জমি ড্রেজার দিয়ে ভরাট করার দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন, আমরা বাধা দিলে আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষক রা অভিযোগ করে জানান, কোম্পানীর লোকজন জমি ক্রয় না করেই স্থানীয় ভুমি দস্যুদের দিয়ে এসব কৃষি ও ফসলি জমির চারপাশের বিভিন্ন ভাবে বালু বরাট করে জোরপূর্বক দখলে নেয়, পার্শ্ববর্তী খাল হতে পানি নিষ্কাষনের পথ বন্ধ করে কৃষি আবাদের পথ বন্ধ করে দেয়।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা একাধিকবার শামিম আহমেদের মোবাইলে জানতে চাইলে তিনি জানান এসব অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট আমি আমার কেনা জমি ভরট করছি কোন কৃষকের জমি অধিগ্রহণের অভিযোগ অস্বীকার করেন।
এবিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানুল ইসলাম বলেন অভিযোগ অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিক ভাবনা/এইচএস