হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলের নতুন সরকার গঠনের ৭ মাসের মাথায় শেখ হাসিনার পদত্যাগে সারা দেশের মতো সোনাতলায় বিএনপির প্রায় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছেন।বগুড়ার সোনাতলায় মঙ্গলবার (৬ আগষ্ট) সোনাতলা উপজেলা বিএনপির উদ্যেগে বিজয় মিছিল বের করেন।বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।এ সময় তিনি বলেন- সোনাতলার আপামর জনগণ ছাত্রসমাজের যে বিজয় অর্জিত হয়েছে এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন সংখ্যালঘুদের বাড়িঘর আমাদের পাহাড়া দিতে হবে। কোন দুষ্কৃতকারী এসবে যেন হামলা করতে না পারে। আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করবে। বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘুদের বাড়ি হামলা করে বিএনপির নাম দিবে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ বিজয় আমাদের ধরে রাখতে হবে।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে বিজয় মিছিলে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।