মোঃ হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলায় মহাশ্মশানের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী মহাশ্মশানে উপস্থিত সনাতনীরা ৭১জন সদস্যকে মনোনিত করে পাঁচ বছর মেয়াদি একটি কমিটি গঠন করে। এ উপলক্ষে যুধিষ্ঠি সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,নাদুরাম রবিদাস,গৌর চন্দ্র সরকার,নরেশ চন্দ্র দাস, শৈলেন্দ্রনাথ সরকার,অমূল্য চন্দ্র মহন্ত,কিশোর সাহা, জগদীশ শীল,শ্যামল চৌধুরী,পারশলাল সাহা,স্বপন সাহা,ডাঃ মন্টু,লিপন মহন্ত ও রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। ওই এলাকার ৬টি গ্ৰামের প্রায় দুশতাধিক সনাতন ধর্মাবলম্বীরা এতে উপস্থিত ছিলেন। গ্ৰামগুলো হাঁসরাজ,হরিখালী,পশ্চিম তেকানি,পূর্ব তেকানি,উত্তর করমজা ও কাচারি। পরে সর্বসম্মতিক্রমে অসিম কুমার জৈন(নতুন)কে সভাপতি, নারায়ন চন্দ্র সরকার সাধারণ সম্পাদক ও গনেশ চৌধুরী ক্যাশিয়ার নির্বাচিত হন। উল্লেখ্য উক্ত সভায় মহাশ্মশানের আগামীতে নানা ধরনের উন্নয়ন মূলক কর্ম পরিকল্পনা উপস্থিত সদস্যের মাঝে তুলে ধরেন নব নির্বাচিত সভাপতি।
আরও খবর...