মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর সাথে কলেজের শিক্ষকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ সেপ্টেম্বর) রবিবার সকালে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর কর্তৃক উক্ত কমিটির মনোনীত বিদ্যোৎসাহী সদস্য ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবু হোসেন মুন্সিসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত পরিচিত সভায় নবনির্বাচিত সভাপতি বলেন,আপনাদেরই দ্বারাই জাতির ভবিষ্যত নির্ধারিত হয়। এই প্রতিষ্ঠানে কোন প্রকার বৈষম্য সৃষ্টি যাহাতে না হয়। মহান আল্লাহ এবং রাসুল’কে স্বাক্ষী রেখে বলি,আমি আপনাদেরকে সম্পুর্নরুপে আস্বস্ত করছি, আমি প্রতিষ্ঠানে দিতে এসেছি, নিতে নয়। কলেজের পূর্বের সুনাম ফিরিয়ে আনতে হবে। যে কোন সময়,যে কোন প্রয়োজনে আমাকে স্বরন করবেন। আমি আপনাদের একজন সেবক হিসাবে পাশে থাকবো ইনশাআল্লাহ।
আরও খবর...