![](https://nagorikvabna.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতা-কর্মী এসে তাঁদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ সময় সিটি কার্যালয়ের দ্বিতীয় তলায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে তাঁকে ফোন করা হলে তিনি ধরেননি।তবে সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বেলা সাড়ে ৩টার দিকে লোকজন এসে সিটি করপোরেশনে প্রবেশ করে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কয়েকজন মিলে লাঞ্ছিত করেন। তাঁকেও (আমিনুলকে) লাঞ্ছিত করার মুহূর্তে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তিনি চিনতে পারেননি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমাদের দলীয় কোনো লোক সেখানে (সিটি করপোরেশন) যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
আরও খবর...