ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ভালুকা উপজেলা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩নভেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ইবাই ইবনে কাব বালক বালিকা মাদ্রাসা মিলনায়তনে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সার্চ মানবাধিকার সোসাইটি ভালুকা উপজেলা কমিটির সভাপতি ডা: শাহাদাৎ হোসেন রাসেলের সভাপতিত্বে সহ সভাপতি মোঃ শরিফ আহামেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ভালুকা উপজেলা কমিটির উপদেষ্টা ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল বাশার শেখ, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ভালুকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক টুটুল আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি জনাব সোহেল মন্ডল, সহ সভাপতি আজিজুল ইসলাম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণত সম্পাদক আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু আহাম্মেদ সরকার, মোঃ আল আমিন, মোঃ হুমায়ুন কবির সহ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ভালুকা উপজেলা কমিটির সকল সম্পাদক ও সদস্যগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সার্চ মানবাধিকার সোসাইটি ভালুকা উপজেলা মানুষের অধিকার আদায়ে লক্ষ্যে আর্ত মানবতার সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে ভালুকায় সার্চ মানবাধিকার সোসাইটি সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেছে।
n/v