সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লা দেবিদ্বারে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে হাত পা বেঁধে মারধর করে স্ত্রী হাজেরা বেগম(৩২) কে পুলিশে দিলো জনতা। বৃহস্পতিবার ভোরে জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা (৩৫) উপজেলার রাধানগর গ্রামের আন্দিরপাড় বাড়ির তৈয়ব আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পারিবারিক কলহের জের ধরে রাধানগর গ্রামের সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত সোহেল মিয়ার পুরুষাঙ্গ কেটে দেন হাজেরা।
এ সময় সোহেল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সময় স্ত্রী হাজেরাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আহত সোহেলের পক্ষ থেকে সোহেলের বাবা তৈয়ব আলী বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। সোহেল-হাজেরা দম্পতির তিন সন্তান রয়েছে বলে জানা গেছে।