মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আওতাধীন বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেছেন পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী। বুধবার দুপুরে তিনি মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার হোসেন খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে তিনি বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা দেখতে পেয়ে ক্ষুব্ধ হন। পক্ষান্তরে ইসলামীয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় ইসলামীয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সিভিল সার্জনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।