রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ আগষ্ট) ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য প্রোগ্রামার কাজল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, উদাখালী মডেল কলেজের অধ্যাক্ষ এনামুল হকসহ প্রমুখ।
এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষ রোপন করা হয়।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বাবার আদর্শকে বুকে ধারণ করে মাত্র ২৬ বছর বয়সে শাহাদত বরণ করেন শেখ কামাল।