আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খোরশিদ মিয়া(৫৫) নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জনগণ। গত বুধবার দুপুরে দুলালপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদি হয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে হোমনা থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের খোরশিদ মিয়া এর নাস্তার দোকানে দুলালপুর নুরে মদিনা মহিলা মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাস্তা কিনতে যায়।
এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায় খোরশিদ মিয়া। পরে শিশুটি মাদ্রাসা থেকে গিয়ে তার মাকে জানায়। তারপর থেকে ঘটনাটি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়। পরে গ্রামের লোকজন তাকে আটক পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত খোরশিদ মিয়াকে আটক করে নিয়ে আসে।
দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর বলেন, ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাং ০২-৬-২২